বাংলা সিনেমার অভিনেতা বাপ্পি চৌধুরী। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে অনেকেই নিজেদের মন্তব্য করলেও এই তালিকায় তাকে পাওয়া যায়নি। সেই কারণ নিজেই জানালেন এই চিত্রনায়ক। বর্তমানে তিনি মায়ের চিকিৎসা করাতে ভারতে অবস্থান করছেন। সেই কারণেই সিনেমা নয় বর্তমানে মায়ের চিকিৎসার মনোযোগ তার। তবে দেশে ফিরে ঈদের সিনেমাগুলো দেখবেন বলে জানিয়েছেন তিনি।
রবিবার (১৭ জুলাই) সামাজিক যোগযোগ মাধ্যমে বাপ্পি লিখেছেন, বাংলাদেশকে মিস করছি। মিস করছি বাংলা সিনেমাকে। ভাবছেন নিরব কেন আপনাদের বাপ্পী? প্রিয় ভক্তবৃন্দ- এ মুহুর্তে আমার পুরোপুরি মনোযোগ মায়ের সুস্থতা নিয়ে। ঈদের আগেই ভারতের হায়দারাবাদে এসেছি।
যদিও শত ব্যস্ততার মাঝে ঈদের সিনেমার খবর রাখতে ভুল করিনি। জেনেছি দর্শক আমাদের সিনেমাগুলো দারুনভাবে গ্রহণ করেছে। আপনাদের আশীর্বাদে সব ঠিক থাকলে আগামী ২৫ জুলাই ঢাকার পথে মাকে নিয়ে রওনা হবো। এসেই কথা দিচ্ছি সিনেমাগুলো দেখা শেষ করবো। জয় হোক বাংলা সিনেমার।