বড়দের হাতে ধরা না দিলেও ছোটরা ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে স্বপ্নের বিশ্বকাপ। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উঁচু করে ধরে বাংলাদেশ দল। কিন্তু এর পরের বিশ্বকাপে পাত্তাই পায়নি টাইগাররা। তবে ২০২৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে শিরোপা পুনরুদ্ধারের জন্য আটঘাট বেঁধে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইতোমধ্যে ৪০ জনের প্রাথমিক স্কোয়াড বাছাই করা হয়েছে। এই স্কোয়াড শনিবার (১৬ জুলাই) মিরপুরে রিপোর্টিং করে রোববার (১৭ জুলাই) থেকে মিরপুরেই শুরু করবে ফিটনেস ট্রেনিং। এই ক্যাম্পের আগে ইতোমধ্যে যোগ দিয়েছেন দুইজন হাই প্রোফাইল বিদেশি কোচ স্টুয়ার্ট ল আর ওয়াসিম জাফর।
মূলত বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের কোচের দায়িত্ব নিয়েছেন ওয়াসিম জাফর। ফলে বিসিবির হাই পারফরম্যান্স দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। স্টুয়ার্ট ল’কে হেড কোচ করা হয়েছে।